ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ৮ দফা দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, নভেম্বর ২১, ২০১৬
বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ৮ দফা দাবিতে মানববন্ধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৮ দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার আশপাশের ৯টি গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছে।

দিনাজপুর: ৮ দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার আশপাশের ৯টি গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে জীবন পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আয়োজনে বড়পুকুরিয়া খনি-ফুলবাড়ী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জীবন পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক এম মশিউর রহমান বুলবুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অবিলম্বে আমাদের ৮ দফা দাবি পূরণ করতে হবে। দাবি পূরণ না হলে আগামীতে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।

দাবিগুলো হচ্ছে-ঘর-বাড়ীতে ফাটল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, খাবার পানি সরবরাহ, বাইপাস সড়ক নির্মাণ, ক্ষতিগ্রস্ত খনি এলাকাবাসীদের আবাসন ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত এলাকার বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে খনিতে চাকরি দেওয়া, ২০১১ সালে ক্ষতিগ্রস্তদের সঙ্গে খনি কর্তৃপক্ষের স্বাক্ষর করা সমঝোতা চুক্তি মোতাবেক, বহিরাগতদের চাকরি না দেওয়া এবং সংশ্লিষ্ট ইউনিয়নের হোল্ডিং কর দেওয়া।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ