ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

রংপুরে বাস চাপায় শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, নভেম্বর ২১, ২০১৬
রংপুরে বাস চাপায় শ্রমিক নিহত

বগুড়া-রংপুর মহাসড়কে রাস্তা পারাপারের সময় এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২১ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান তিনি। 

রংপুর: বগুড়া-রংপুর মহাসড়কে রাস্তা পারাপারের সময় এক শ্রমিক নিহত হয়েছেন।  সোমবার (২১ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান তিনি।

 

নিহত রমজান মিয়া (২৮) ওসমানপুর গ্রামের চানদু মিয়ার ছেলে বলে পরিচয় জানিয়েছেন পুলিশ ও এলাকাবাসী।

জানা যায়, পীরগঞ্জের শাহ মুগদুমী জুট মিলের ওই শ্রমিক রোববার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপা দেয়। এ সময় ওই শ্রমিক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত রমজান জুট মিলের শ্রমিক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ