ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে নিউ নিরাপদ হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩১, নভেম্বর ২১, ২০১৬
ময়মনসিংহে নিউ নিরাপদ হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় এলাকার নিউ নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় এলাকার নিউ নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন এ জরিমানা করেন।

তিনি জানান, ব্যবহৃত বিভিন্ন সিরিঞ্জ ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ইনজেকশন পাওয়াসহ চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনেশিয়ান না থাকার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শনাক্ত হওয়া এ বেসরকারি হাসপাতালটির সমস্যা ও ত্রুটি এক সপ্তাহের মধ্যে দূর না করলে সিলগালা করে দেওয়া হবে বলেও জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএএএম/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ