ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

বেলকুচিতে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৭, নভেম্বর ২১, ২০১৬
বেলকুচিতে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী যুবক গ্রেফতার ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (২১ নভেম্বর) সকালে সলঙ্গার সিআরবিসি এলাকায় র‌্যাব-১২ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এরআগে রোববার (২০ নভেম্বর) দিবাগত রাতে জেলার কালিহাতী থানার উতরাইল বটতলা মোড় এলাকা থেকে ‍তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামে মৃত আব্দুল শেখের ছেলে।

সিরাজগঞ্জ র‌্যাব ক্যাম্পের কমান্ডার মো. হাসিবুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৫ নভেম্বর গভীর রাতে পারবারিক কলহের জের ধরে একই উপজেলার মেঘুল্লা সোলাকুড়া গ্রামের সোলায়মান শেখের মেয়ে সালমা খাতুনকে (২২) অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায় স্বামী সাইফুল।

পরে সালমার বাবা সোলায়মান শেখ বাদী হয়ে সাইফুলকে আসামি করে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ