ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

সাভারে ২ জনকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৮, নভেম্বর ২১, ২০১৬
সাভারে ২ জনকে কুপিয়ে জখম

সাভারে পৃথক স্থানে এক নারী ও এক পুরুষকে কুপিয়ে জখম করা হয়েছে।

সাভার (ঢাকা): সাভারে পৃথক স্থানে এক নারী ও এক পুরুষকে কুপিয়ে জখম করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকালে সাভার পৌর এলাকার বক্তারপুরে বেদে সম্প্রদায়ের যাদু মিয়া নামে (৩০) এক যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

তাকে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বক্তারপুরের হানিফ মিয়ার ছেলে।

আহত যুবককের পরিবারের সদস্যরা জানান, সকালে বক্তারপুরে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন যাদু মিয়া। এ সময় কয়েক যুবকে অতর্কিতে আক্রমণ চালিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে জখম করেন। পরে যাদুর মোবাইল ফোন, একটি স্বর্নের চেইন ও কাছে থাকা ৭ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।

এদিকে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সকালে সাভারের নামাগেন্ডা এলাকায় শাহানা নামে এক নারীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে সাভারের দ্বীপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এসব ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ