ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

বনানীতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৬, নভেম্বর ২১, ২০১৬
বনানীতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজধানীর বনানী মসজিদের পাশে গাউস নামে একটি মেডিকেল সেন্টারে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

ঢাকা: রাজধানীর বনানী মসজিদের পাশে গাউস নামে একটি মেডিকেল সেন্টারে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

সোমবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান শুরু হয়।

 

র‌্যাব হেড কোয়াটারের সিনিয়র ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, এটি একটি মেডিকেল সেন্টার। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান শুরু হয়েছে। মেডিকেল সেন্টারের ওষুধ থেকে শুরু করে চিকিৎসার সব সরঞ্জাম অনুসন্ধান করে দেখা হচ্ছে।

ম্যাজিস্ট্রেট আরো বলেন, ইতোমধ্যে আমরা তাদের চিকিৎসা পদ্ধতিতে আপত্তিকর অনেক কিছু পেয়ছি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬ 
আরএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ