ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, নভেম্বর ২০, ২০১৬
বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বরিশালের রহমতপুর বিমানবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইমান (দেড় বছর) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বরিশাল: বরিশালের রহমতপুর বিমানবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইমান (দেড় বছর) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সকালে বিমানবন্দরে তার খালুকে বিদায় জানাতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত আইমান দুবাই প্রবাসী বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠি এলাকার সোহাগ হোসেনের ছেলে।

নিহতের মা আ‍ঁখি ও খালা ঝর্ণা বাংলানিউজকে জানান, আইমানের খালু ইউনুস গাজী বিদেশে যাওয়ার জন্য ঢাকায় যাবেন। তাকে বিদায় জানানোর জন্য সকালে তারা বরিশালের রহমতপুর বিমানবন্দরে আসেন।

এসময় আইমান খেলার ছলে বিমানবন্দরের বাইরে গাড়ি পার্কিং এলাকায় একটি লাইটপোস্টে হাত দিলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ মোল্লা বাংলানিউজকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

তবে বিমানবন্দরের ব্যবস্থাপক হানিফ গাজী বাংলানিউজকে বলেন, যে লাইটপোস্টের কারণে বিদ্যুৎস্পৃষ্টের অভিযোগ তোলা হয়েছে, সে লাইটপোস্টে দীর্ঘ ৬ মাস ধরে বিদ্যুৎ সংযোগই নেই। তাই কীভাবে এ ঘটনা ঘটলো আমি বুঝতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমএস/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।