ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে অটোরিকশা শ্রমিকদের শোভাযাত্রা সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, নভেম্বর ২০, ২০১৬
সিলেটে অটোরিকশা শ্রমিকদের শোভাযাত্রা সোমবার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বুধবার (২৩ নভেম্বর) এক সফরে সিলেটে যাচ্ছেন। তাকে স্বাগত জানিয়ে এ দিন সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশার শোভাযাত্রা বের করা হবে।

সিলেট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বুধবার (২৩ নভেম্বর) এক সফরে সিলেটে যাচ্ছেন। তাকে স্বাগত জানিয়ে এ দিন সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশার শোভাযাত্রা বের করা হবে।

শোভাযাত্রার আয়োজন করেছে সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

এ দিন বেলা ২টায় সিলেট রেজিস্ট্রি মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভার্থখলের শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে গিয়ে শ্রমিক সমাবেশে মিলিত হবে।

অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্যদের অটোরিকশাসহ যথাসময়ে সিলেট রেজিস্ট্রি মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক আজাদ মিয়া।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এনইউ/টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।