ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে কিশোরীকে কুপিয়ে যুবকের আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, নভেম্বর ২০, ২০১৬
বরিশালে কিশোরীকে কুপিয়ে যুবকের আত্মসমর্পণ

বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মুনিয়া (১৬) নামে এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের পর আত্মসমর্পণ করেছেন হামলাকারী যুবক।

বরিশাল: বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মুনিয়া (১৬) নামে এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের পর আত্মসমর্পণ করেছেন হামলাকারী যুবক।

রোববার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হামলাকারী যুবক মনির পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

এরআগে দুপুর দেড়টার দিকে নগরীর পোর্টরোডের কসাইখানা ট্রলারঘাট সংলগ্ন এলাকায় মেয়েটিকে কুপিয়ে জখম করেন মনির।

মুনিয়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন বাংলানিউজকে জানান, পুলিশের তৎপরতায় দুই ঘণ্টার মধ্যেই হামলাকারী মনির আত্মসমর্পণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।