ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

শিক্ষার্থীরা আইএস জঙ্গিদের দেখে বিভ্রান্ত হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, নভেম্বর ১৯, ২০১৬
শিক্ষার্থীরা আইএস জঙ্গিদের দেখে বিভ্রান্ত হচ্ছে

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা আইএস জঙ্গিদের দেখে বিভ্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যুগ যুগ ধরে দেশে সব ধর্মের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে।

রংপুর: ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা আইএস জঙ্গিদের দেখে বিভ্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই।

যুগ যুগ ধরে দেশে সব ধর্মের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) রংপুরের সিও বাজার এলাকায় রাতে কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মিজানুর রহমান।

তিনি বলেন, দেশে প্রায় ৯০ ভাগ মানুষ আরবি ভাষায় কোরআন পড়ে। অনেকে না জেনে কুরআনের অপব্যাখ্যা দিচ্ছেন। অভিভাবকদের উচিত আয়াত সম্পর্কে জানানো। আমাদের বড় পরিচয় আমরা বাঙালি।

পুলিশ সুপার আরও বলেন, ছেলে-মেয়েদের যদি সঠিকভাবে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তাহলে তারা কোনদিনও জঙ্গি হবে না।

কমিউনিটি পুলিশিং ওয়ার্ড কমিটির সভাপতি মনজুর আহম্মেদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং সদস্য সচিব বাবু সুশান্ত ভৌমিক, মহানগর পুলিশিং কমিটির সভাপতি ইদ্রিস আলী।

আরও বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর আলহাজ গোলাম কবির কাজল, রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম, এসআই মহিব্বুল ইসলাম, সাবেক কাউন্সিলর নূর মোহাম্মদ, অ্যাড. রফিকুল ইসলাম লাল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশিদ, কমিউনিটি পুলিশিং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মমিনুর রহমান লিটন, উপদেষ্টা খন্দকার মারুফ এলাহী, সদস্য আমিনুর রহমান, শ্রমিক নেতা আনোয়ারুল ইসলাম, হাজি আব্দুল মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।