ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, নভেম্বর ১৯, ২০১৬
রাজধানীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

রাজধানীর চকবাজার এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মেহেদী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ইসলামবাগ থেকে এই যুবককে আটক করা হয়।

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মেহেদী নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ইসলামবাগ থেকে এই যুবককে আটক করা হয়।



চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার বাংলানিউজকে বলেন, মেহেদী মতিঝিল এলাকার বাসিন্দা। সে একটি ব্যাংকের পিয়ন হিসেবে কর্মরত। মেয়েটির বাসা মিরপুরে। মেহেদী মেয়েটিকে ইসলামবাগে অবস্থিত তার এক কলিগের বাসায় নিয়ে গিয়ে এ ঘটনা ঘটায়।

তিনি বলেন, সম্ভবত তাদের মধ্যে পূর্বের সম্পর্ক ছিল। মেয়েটিকে যে বাসায় নিয়ে যাওয়া হয়েছে সে বাসায় খোঁজখবর নেওয়া হচ্ছে। মেহেদী ও ওই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

ধর্ষণের স্বীকার মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
পিএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।