ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

গোবিন্দগঞ্জে আখ ক্ষেতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, নভেম্বর ১৯, ২০১৬
গোবিন্দগঞ্জে আখ ক্ষেতে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ ক্ষেতে আগুন লেগেছে।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ ক্ষেতে আগুন লেগেছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে জানান, দুপুর দেড়টার দিকে ইক্ষু খামারের ফকিরগঞ্জ এলাকার ১১ আই ব্লকের জমিতে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের ক্ষেতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আখ ক্ষেতে কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, আগুনে খামারের প্রায় ৩৩ বিঘা জমির আখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।