ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

হিলিতে ৩০০ পিস ভারতীয় থ্রি পিস উদ্ধার

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪২, নভেম্বর ১৯, ২০১৬
হিলিতে ৩০০ পিস ভারতীয় থ্রি পিস উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুরের হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে ৩০০ পিস ভারতীয় থ্রি পিস উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে ৩০০ পিস ভারতীয় থ্রি পিস উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৯ নভেম্বর) সকালে এসব উদ্ধার করা হয়।

হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তার ভেতর থেকে ৩০০ পিস ভারতীয় থ্রি পিস উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব থ্রি পিসের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। এগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।