ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

লামায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৬, নভেম্বর ১৯, ২০১৬
লামায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে রশিদ আহম্মদ (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে রশিদ আহম্মদ (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে দক্ষিণ হায়দারনাসি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার বাংলানিউজকে জানান, ভোরে বন্যহাতির পাল হায়দারনাসি এলাকার কৃষি জমিতে তাণ্ডব  চালায়। এ সময় ওই এলাকার কৃষক রশিদ আহম্মদ হাতি তাড়ানোর চেষ্টা করেন। এতে হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে উপজেলার ফাঁসিয়াখালীর বিভিন্ন এলাকায় বন্যহাতির পাল লোকালয়ে হানা দেওয়া শুরু করেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল হতে ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।