ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় প্রাইভেটকারের চাপায় ২ সাইকেল আরোহী নিহত

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৬, নভেম্বর ১৯, ২০১৬
খুলনায় প্রাইভেটকারের চাপায় ২ সাইকেল আরোহী নিহত

খুলনায় অজ্ঞাত প্রাইভেটকারের চাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। 

খুলনা: খুলনায় অজ্ঞাত প্রাইভেটকারের চাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন।  

শনিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর আড়ংঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- আসাদ শেখ (৪৫) ও সালাম ভূইয়া (৫০)। তাদের দুই জনেরই বাড়ি রয়ের মহল এলাকায়।  

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান বাংলানিউজকে বলেন, রায়ের মহলের দিক থেকে আহাদ ও সালাম সাইকেলে করে আসছিলেন। এসময় আকমানের মোড়ে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়:  ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমআরএম/জিপি/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।