ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

গোবিন্দগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৭, নভেম্বর ১৯, ২০১৬
গোবিন্দগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ থেকে শাম্মী আকতার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ থেকে শাম্মী আকতার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনের উত্তর পাশের হোম সিগন্যাল এলাকার রেল লাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাম্মী আকতার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরপাড়া বালুয়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।

গাইবান্ধা রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ মজিবর রহমান বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।