ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

যশোরে সন্ত্রাসীদের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৩, নভেম্বর ১৯, ২০১৬
যশোরে সন্ত্রাসীদের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

যশোরে এক দিনের ব্যবধানে আবারও সন্ত্রাসীদের দু’গ্রুপের গুলিবিনিময়ে অজ্ঞাতপরিচয় (৩০) যুবক নিহত হয়েছে।

যশোর: যশোরে এক দিনের ব্যবধানে আবারও সন্ত্রাসীদের দু’গ্রুপের গুলিবিনিময়ে অজ্ঞাতপরিচয় (৩০) যুবক নিহত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের দৌলতদিহি এলাকায় এ ঘটনা ঘটে।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, দু’দল সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময়ের সংবাদ জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ একটি মৃতদেহ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং এক রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়।

এদিকে, গোলাগুলিতে নিহত মৃতদেহটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের ডাকাত জাহাঙ্গীরের বলে শোনা যাচ্ছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

এরআগে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিনগত রাতে শহরের খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের দু’গ্রপের গুলিবিনিময়ে সন্ত্রাসী হাফিজুর রহমান নিহত হয়।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
ইউজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।