ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

ত্রৈমাসিক নিউজলেটার ‘অগ্রযাত্রায় সাতক্ষীরা’র মোড়ক উ‌ন্মোচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০০, নভেম্বর ১৮, ২০১৬
ত্রৈমাসিক নিউজলেটার ‘অগ্রযাত্রায় সাতক্ষীরা’র মোড়ক উ‌ন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনসেবামূলক উদ্ভাবনী কর্মকা‌ণ্ডের খবর নি‌য়ে প্রকা‌শিত সাতক্ষীরা জেলা প্রশাস‌নের ত্রৈমাসিক নিউজলেটার ‘অগ্রযাত্রায় সাতক্ষীরা’র মোড়ক উ‌ন্মোচন করা হ‌য়ে‌ছে।

সাতক্ষীরা: জনসেবামূলক উদ্ভাবনী কর্মকা‌ণ্ডের খবর নি‌য়ে প্রকা‌শিত সাতক্ষীরা জেলা প্রশাস‌নের ত্রৈমাসিক নিউজলেটার ‘অগ্রযাত্রায় সাতক্ষীরা’র মোড়ক উ‌ন্মোচন করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপু‌রে সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে নিউজলেটারটির মোড়ক উন্মোচন করা হয়।

খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে নিউজলেটারটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠা‌নে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন- স্থানীয় সরকা‌র বিভা‌গের উপ প‌রিচালক এএনএম মইনুল ইসলাম, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) এহ‌তেশামূল হক, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মণ্ডল, অ‌তি‌রিক্ত জেলা ম্যা‌জি‌স্ট্রেট সৈয়দ ফারুক আহ‌মেদ, আশাশুনি উপ‌জেলা চেয়ারম্যান এ‌বিএম মোস্তা‌কিম, শ্যামনগরের ইউএনও আবু সা‌য়েদ মো. মনজুর আলম, এন‌ডি‌সি আবু সাইদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।