ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪২, নভেম্বর ১৮, ২০১৬
দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারোদের অন্যতম উৎসব ওয়ানগালা ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারোদের অন্যতম উৎসব ওয়ানগালা ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) উপজেলার জিবিসি বড় সভার মাঠে একযোগে ১০০টি ড্রাম বাজানোর মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহের ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।



জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক শুভ্র চিরান।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।