ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় ট্রলার মালিকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৮, নভেম্বর ১৮, ২০১৬
পাথরঘাটায় ট্রলার মালিকের কারাদণ্ড

বরগুনার পাথরঘাটা উপজেলায় জাটকা ধরার দায়ে মোশারেফ হোসেন (৪০) নামে এক ট্রলার মালিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় জাটকা ধরার দায়ে মোশারেফ হোসেন (৪০) নামে এক ট্রলার মালিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

মোশারেফ হোসেন উপজেলার বড় টেংরা গ্রামের ফজলুল হকের ছেলে।

জানা যায়, এফবি ইমরান ট্রলার থেকে প্রায় ২৫ মণ জাটকা জব্দ করা হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের দায়ে ওই ট্রলারের মালিক মোশারেফকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের সাজা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।