ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১০, নভেম্বর ১৮, ২০১৬
সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাভারের স্থানীয় সাংবাদিকরা।

সাভার (ঢাকা): সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাভারের স্থানীয় সাংবাদিকরা।
 
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে সাভার প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সাভারের স্থানীয় দৈনিক ফুলকির স্ট‍াফ রিপোর্টার ও সাভার প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক ইমদাদুল হকের ওপর সেটেলম্যান্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের হামলার প্রতিবাদ জানানো হয়।
 
বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
 
মানববন্ধনে সাভার প্রেসক্লাবের সাধারল সম্পাদক মিঠুন সরকার, দৈনিক ফুলকির সম্পাদক নাজমুল শাকিব, সাভার প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য গোবিন্দ আচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।