ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, নভেম্বর ১৭, ২০১৬
হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে ডাস্টবিন বসানো হয়েছে।

হবিগঞ্জ: শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে ডাস্টবিন বসানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনে ডাস্টবিন বসিয়ে এর উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজিনা সারোয়ার।

এসময় পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান প্রমুখ।

পরে বিভিন্ন অফিস, প্রতিষ্ঠানসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় শতাধিক ডাস্টবিন বসানো হয়।

ইউএনও তাজিনা সারোয়ার বাংলানিউজকে বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বসানো খুব ভালো একটি উদ্যোগ। ডাস্টবিন ব্যবহারের জন্য মানুষের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং যথাযথভাবে ওই ডাস্টবিনগুলো ব্যবহার হয় কিনা সে ব্যাপারে নজর রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।