ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ার গাবতলীর ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, নভেম্বর ১৭, ২০১৬
বগুড়ার গাবতলীর ইউএনওকে বিদায়ী সংবর্ধনা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আহসান হাবিবকে উপজেলা কৃষি ঋণ কমিটির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আহসান হাবিবকে উপজেলা কৃষি ঋণ কমিটির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক গাবতলী শাখা ব্যবস্থাপক শাহাদত হোসেন সিরাজী, রূপালী ব্যাংক গাবতলী শাখা ব্যবস্থাপক খন্দকার রাহাত মাহমুদ ও রাকাব রামেশ্বরপুর শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম প্রমুখ।

এর আগে দুপুরে গাবতলী আলিম মাদ্রাসায় উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসেনের সভাপতিত্বে সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, সমবায় কর্মকর্তা সাবিহা আফরুজ, মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, পুস্টিবিদ মফিজুল ইসলাম, অত্র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রেজাউল বারী, শিক্ষক মোস্তাফিজার রহমান, অধ্যক্ষ আব্দুস শাকুর প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬

এমবিএইচ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।