ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

ক্ষেতলালে ২ চাচার বিরুদ্ধে হত্যা মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, নভেম্বর ১৭, ২০১৬
ক্ষেতলালে ২ চাচার বিরুদ্ধে হত্যা মামলা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুর মণ্ডলপাড়া গ্রামে বাবাকে হত্যার অভিযোগে আপন দুই চাচাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন ভাতিজা ইউনুছ আলী।

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুর মণ্ডলপাড়া গ্রামে বাবাকে হত্যার অভিযোগে আপন দুই চাচাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন ভাতিজা ইউনুছ আলী।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে মামলাটি দায়ের করা হয়।


   
পুলিশ জানান, বুধবার (১৬ নভেম্বর) দিনগত রাতে রকিব উদ্দীনের ছেলে ইউনুস আলী ও তার ছোট ভাই আব্দুর রহমানের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। রকিব উদ্দীন এসময় তাদের থামাতে গেলে তার অপর ভাই রবিউল ইসলাম তাকে মারধর করে বাড়ির পাশে পুকুরে ফেলে দেন। এতে তিনি বাঁশের খুঁটির উপরে পরে ঘটনাস্থলেই মারা যান।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিহতের ছেলে ইউনুছ আলী দুপুরে তার দুই চাচা আব্দুর রহমান ও রবিউলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।