ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, নভেম্বর ১৭, ২০১৬
কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পরিবহনে যুক্তরাজ্যের আরোপিত অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিতে আবারও আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পরিবহনে যুক্তরাজ্যের আরোপিত অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিতে আবারও আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে দেশটির ফরেন ও কমনওয়েলথ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের মহাপরিচালক জনাথন এলেনের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান তিনি।

এর আগে জনাথন এলেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে পর্যটনমন্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে যান।

এ সময় মন্ত্রী চলতি বছরের মার্চে যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আরোপিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভূমিকা রাখতেও ঢাকায় নিযুক্ত হাইকমিশনারের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা ও স্থাপিত নিরাপত্তা সরঞ্জামাদি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন রাশেদ খান মেনন।

তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশগুলোর আন্তর্জাতিক বিমানবন্দরের সমপর্যায়ে রয়েছে। এ ব্যবস্থাকে সার্বিক উন্নয়নে যুক্তরাজ্যের পরামর্শক প্রতিষ্ঠান ‘রেড লাইন সিকিউরিটিজ’ চলতি বছরের মার্চ থেকে কাজ করছে।

এ সময় ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক জানান, যুক্তরাজ্য সরকার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বদলে যাওয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ ব্যাপারে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।

‘স্বল্প সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে,’ যোগ করেন তিনি।

বৈঠককালে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচ এম জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬

আরএম/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।