ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

কমলনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কলেজছাত্রের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, নভেম্বর ১৭, ২০১৬
কমলনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কলেজছাত্রের কারাদণ্ড

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. সুমন নামে এক কলেজছাত্রকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. সুমন নামে এক কলেজছাত্রকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত সুমন উপজেলার চর মার্টিন এলাকার বাসিন্দা মোস্তফা মোল্লার ছেলে এবং লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

ইউএনও মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বাংলানিউজকে বলেন, সকালে ওই জেএসসি পরীক্ষার্থী কেন্দ্রে ঢুকছিল। এসময় কলেজছাত্র সুমন তাকে উত্ত্যক্ত করে। এ ঘটনা দেখে কেন্দ্রের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে তাকে আটক করে। বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় দোষ স্বীকার করায় তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।