ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

কপ-২২ এর উদ্বোধনী অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, নভেম্বর ১৫, ২০১৬
কপ-২২ এর উদ্বোধনী অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ ২২) রাষ্ট্র ও সরকারের প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা সভার উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মারাকাস, মরক্কো থেকে: বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ ২২) রাষ্ট্র ও সরকারের প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা সভার উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) মরক্কো সময় সকাল সাড়ে ১১টার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারাকাসের কপ-২২ সম্মেলন স্থল বাব ইগলিতে পৌঁছালে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মরক্কোর রাজা ৬ষ্ঠ মোহাম্মদ, কপ-২২ এর প্রেসিডেন্ট সালাডিন মেজুর জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রূপরেখাসনদের (ইউএনএফসিসিসি) নির্বাহী সচিব পেট্রিসিয়া এপিনোসাসহ সংশ্লিষ্টরা তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী যৌথ আলোকচিত্র ধারণ শেষে উদ্বোধনী অধিবেশনে অংশ নেন। দুপুরে মারাকাসের রয়্যাল প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরক্কোর রাজা ৬ষ্ঠ মোহাম্মদের সঙ্গে মধ্যাহ্ন ভোজের পর বিকেলে জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, বুধবার (১৬ নভেম্বর) সকালে স্থানীয় সময় সকাল ৭টায় মারাকাসের মিনারা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-১০২০ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওয়ানা  হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।