ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, নভেম্বর ১৫, ২০১৬
রাঙামাটিতে নবান্ন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।

রাঙামাটি: রাঙামাটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।

 

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন। পরে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) আবু শাহেদ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহবুবুন নবী।

সভা শেষে প্রশাসন প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বাংলাদেশ  সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।