ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

সারিয়াকান্দি পৌর মেয়রের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১০, নভেম্বর ১৫, ২০১৬
সারিয়াকান্দি পৌর মেয়রের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা  মেয়রের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল করেছেন পৌরবাসী।

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা  মেয়রের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল করেছেন পৌরবাসী।

বগুড়া শহরে সারিয়াকান্দি পৌর স্বেচ্ছাসেবক লীগের ১নং ওয়ার্ডের সভাপতি জাহিদুল ইসলাম বাটুলের ওপর   পৌর মেয়র আলমগীর শাহী সুমনের লোকজন কর্তৃক হামলার ঘটনায় এ মিছিল বের করা হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শতাধিক নারী-পুরুষ মিছিল বের করেন।

মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবলীগের সভাপতি আয়ুব তরফদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুর বেগম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোশারফ হোসেন প্রমুখ।

গত ১৩ নভেম্বর সন্ধ্যায় বগুড়া শহরে পৌর মেয়রের লোকজন জাহিদুল ইসলাম বাটুলকে মারধর করে আহত করে। বর্তমানে তিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।