ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

বরগুনায় সিডরে নিহতদের স্মরণে ৠালি-স্মরণসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৮, নভেম্বর ১৫, ২০১৬
বরগুনায় সিডরে নিহতদের স্মরণে ৠালি-স্মরণসভা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০০৭ সালের ১৫ই নভেম্বর বরগুনায় ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে শোক ৠালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় একটি ৠালি বের হয়।

বরগুনা: ২০০৭ সালের ১৫ই নভেম্বর বরগুনায় ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে শোক ৠালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় একটি ৠালি বের হয়।

ৠালি শেষে বরগুনা প্রেসক্লাবের হল রুমে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক ড. মহ. বশিরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন, এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা প্রমুখ।

এ সময় ২০০৭ সালের এই দিনে উপকূলে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।