ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৩, নভেম্বর ১০, ২০১৬
মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরে হাসান আলী খান (৬০) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে হাসান আলী খান (৬০) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (০৯ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, গণভবনের সামনের চৌরাস্তায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকার পেছন থেকে তাকে ধাক্কা দিলে আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহত হাসান আলীর ছেলে শাহজালাল বাংলানিউজকে জানান, তার বাবা পান্থপথ এলাকায় অবস্থিত একটি কোম্পানির কাভার ভ্যান চালক। রাতের ডিউটি শেষে বাসায় ফিরছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজেডএস/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।