ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

সিলেট সীমান্তে ৯৬ বোতল মদ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪০, নভেম্বর ১০, ২০১৬
সিলেট সীমান্তে ৯৬ বোতল মদ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫)।

সিলেট: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫)।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে বিজিবি-৫ ব্যাটালিয়নের জওয়ানরা বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির আওতাধীন বগাইয়া মুসলিমপাড়া এলাকা থেকে মদের চালানটি জব্দ করেন।



ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার রবিউল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যাক্ত অবস্থায় মদের চালানটি জব্দ করা হয়।  
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা মদের মূল্য এক লাখ ৪৪ হাজার টাকা বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এনইউ/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।