ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান হত্যা মামলা ডিবিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, নভেম্বর ৯, ২০১৬
দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান হত্যা মামলা ডিবিতে

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন ও তার শ্যালক মহিউদ্দিন হত্যা মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা: কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন ও তার শ্যালক মহিউদ্দিন হত্যা মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (০৯ নভেম্বর) বিকেলে মামলাটি দাউদকান্দি পুলিশ থেকে ডিবি পুলিশের কাছে হন্তান্তর করা হয়।

এদিকে, সন্ধ্যায় মামলার ১০ নম্বর আসামি বাবুলকে দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এরআগে সকালে নিহত মনিরের স্ত্রী তাহমিনা আক্তার দাউদকান্দি থানায় ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরো ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম মামলা হস্তান্তর ও আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৮ নভেম্বর মঙ্গলবার সকাল সোয়া ৮টায় একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য কুমিল্লার আদালতে যাওয়ার পথে দাউদকান্দি উপজেলার  গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী গাড়িচালক মহিউদ্দিন নিহত হন।

নিহত চেয়ারম্যানের বিরুদ্ধে তিতাস থানাসহ বিভিন্ন থানায় প্রায় ২ ডজন মামলা রয়েছে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।