ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, নভেম্বর ৯, ২০১৬
ফতুল্লায় ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকসহ দুই ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড প্রদান করেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকসহ দুই ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (০৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফতুল্লার আলীগঞ্জ এলাকার আবুল কালামের ছেলে সাইদুর রহমান (২৫) ও রেলস্টেশন এলাকার সিরাজ মিয়ার ছেলে জসিম (২৪)।

নাহিদা বারিক বাংলানিউজকে জানান, মাদকবিরোধী অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পৃথকভাবে মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সাইদুর ও জসিমকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।