ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

মতলবে নাগরিক সেবা প্রদানে ফেসবুক মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, নভেম্বর ৯, ২০১৬
মতলবে নাগরিক সেবা প্রদানে ফেসবুক মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে নাগরিক সমস্যা সমাধানের লক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দিনব্যাপী ফেসবুক মেলা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে নাগরিক সমস্যা সমাধানের লক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দিনব্যাপী ফেসবুক মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

মেলায় উপজেলা প্রশাসনের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সেবা প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেয়।

মেলায় মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম উপজেলার কয়েকজন মানুষের সমস্যা ফেসবুকে তুলে ধরে সমস্যার সমাধান করেন।

নাগরিক সেবা সহজ করে তোলার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা প্রদান কিভাবে করা যায়, বিষয়টি মেলায় আসা কর্মকর্তাদের সামনে তুলে ধরেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানা তারা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।