ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে পল্লী বিদ্যুতের মিটার রিডারদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, নভেম্বর ৭, ২০১৬
কুড়িগ্রামে পল্লী বিদ্যুতের মিটার রিডারদের কর্মবিরতি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: চাকরি স্থায়ীকরণ ও পুনর্বহালের দাবিতে কুড়িগ্রামে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারগণ।

সোমবার (০৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাজারহাট-কুড়িগ্রাম সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অবস্থান ধর্মঘট করেন তারা।

এসময় বক্তব্য রাখেন-পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জার সমিতি, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সদস্য মো. সোহেল মাসুদ, মোজাহার আলী, নূর আলম প্রমুখ।

অবস্থান ধর্মঘটে বক্তারা সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরি স্থায়ীকরণ ও পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।