ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, নভেম্বর ৭, ২০১৬
হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদীর মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা কারাগারে ফারুক মিয়া (৫৫) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত ফারুকের বাড়ি বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামে।

হবিগঞ্জ জেল সুপার মো. গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে ফারুক মিয়া গোসল করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ল‍ুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ফারুক মাদক মামলায় বিচারাধীন আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার কয়েদী নম্বর ৫৬৮৮১৬।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।