ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, নভেম্বর ৭, ২০১৬
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ১০ হত্যাসহ ১৩ মামলার আসামি আব্দুল হালিমকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) ভোরে ডাকবাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল হালিম কোটচাঁদপুর উপজেলার জমির উদ্দিনের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডাকবাংলা এলাকায় অভিযান চালায় পুলিশ। সেসময় নাইন এম এম পিস্তল, দুই রাউন্ড গুলিসহ আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়।

তার নামে ঝিনাইদহের বিভিন্ন থানায় ১০ হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল হালিম একসময় চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। এর আগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।
বর্তমানে আব্দুল আলিম কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের মেম্বর।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।