ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হাতীবান্ধায় নারীর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, নভেম্বর ৬, ২০১৬
হাতীবান্ধায় নারীর রহস্যজনক মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় নুরজাহান বেগম (৩৪) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের রুস্তম আলীর মেয়ে।  

সানিয়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বাংলানিউজকে জানান, স্বামীর সঙ্গে তালাকের পর নুরজাহান তার বাবার বাড়িতে থাকতেন। রাতে তিনি খাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।

রোববার (৬ নভেম্বর) সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরে ঢুকে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, ওই নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। রহস্যজনক মৃত্যু। তাই মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।