ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এম আর খানের মৃত্যুতে বিমান ও পর্যটন মন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, নভেম্বর ৬, ২০১৬
এম আর খানের মৃত্যুতে বিমান ও পর্যটন মন্ত্রীর শোক

ঢাকা: স্বনামখ্যাত চিকিৎসক, জাতীয় অধ্যাপক ও সমাজসেবক প্রফেসর এমআর খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

এক শোক বাণীতে তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে এবং মানুষের কল্যাণে আমৃত্যু নিরন্তর কাজ করেছেন। মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তাকে অমর করে রাখেবে।

মৃত্যুঞ্জয়ী এ গুণী চিকিৎসক আমাদের নিরন্তর প্রেরণার উৎস হয়ে থাকবেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।