ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তাড়াশে ৩ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, নভেম্বর ৬, ২০১৬
তাড়াশে ৩ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ নভেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার তালম ইউনিয়নের খোদবাড়ি গ্রামের মৃত রমনী কর্মকারের ছেলে শ্যামল কর্মকার (৩৫), পুলিন চন্দ দাসের ছেলে সুরেষ চন্দ দাস (৫০) ও একই ইউনিয়নের ধাওয়াপুর গ্রামের মঙ্গল চন্দ্র এক্কার ছেলে ভবতোষ চন্দ্র এক্কা (৫৫)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ‍সাত লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।