ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে অধ্যক্ষ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, নভেম্বর ৬, ২০১৬
কুমিল্লায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে অধ্যক্ষ নিহত

কুমিল্লা: কুমিল্লার ময়নামতিতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আমীর হোসেন (৫৫) নামে এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন।   এসময় আহত হয়েছেন প্রাইভেটকারের চালক।

রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমীর হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁ গ্রামের বাসিন্দা। তিনি চাদঁপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়নামতি এলাকায় কুমিল্লাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের চালক ও যাত্রী আমীর হোসেন গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক অধ্যক্ষ আমীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।