ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, নভেম্বর ১, ২০১৬
বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

ঢাকা: রাজধানীর মতিঝিলে অভিযান চালয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ জুয়েল ওরফে ফুটবল জুয়েল (২২) নামে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ছয়টায় মতিঝিলের এজিবি কলোনি থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০১ নভেম্বর) ডিএমপি’র সিনিয়র সহকারী কমিশনার (এসি, মিডিয়া) এএসএম হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, আটক জুয়েলের বাসা শ্যামপুর থানার মীরহাজারীবাগ এলাকায়।

তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
পিএম/জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।