ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, নভেম্বর ১, ২০১৬
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুর: জামালপুরের মেলান্দহের পশ্চিমবুরুঙ্গা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় খোকন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (০১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর-মেলান্দহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খোকন পৌরসভা চাকদহ গ্রামের সাধু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জান‍ান, খোকন সকালে ব্যবসার কাজে মোটরসাইকেলে জামালপুর যাচ্ছিলেন। পথে পশ্চিমবুরুঙ্গা এলাকায় পৌঁছালে জামালপুরগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। একই সময় জামালপুর থেকে আসা আরেকটি ট্রাক উল্টোপথে ক্রসিং করছিল। এ সময় খোকন পিকআপ ভ্যান ও ট্রাকের মাঝখানে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মেলান্দহে থ‍ানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।