ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নির্যাতিত ৫ বছরের শিশুটির অবস্থা অনেকটাই ভালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, নভেম্বর ১, ২০১৬
নির্যাতিত ৫ বছরের শিশুটির অবস্থা অনেকটাই ভালো

ঢাকা: নির্যাতনের শিকার দিনাজপুরের পাঁচ বছরের শিশু ও রাজধানীর ভাটারার ১৪ বছরের শিশু ভালো থাকলেও শান্তিনগরের সাত বছরের শিশুটির অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নির্যাতিত ওই শিশুরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

তাদের মধ্যে মঙ্গলবার (০১ নভেম্বর) ধর্ষণসহ পাশবিক নির্যাতনের শিকার দিনাজপুরের পাঁচ বছরের শিশুটিকে আবারও দেখে গেছেন তার চিকিৎসায় গঠিত নয় সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
 
শিশুটিকে দেখে আসার পর বোর্ডের প্রধান গাইনি বিভাগের অধ্যাপক ড‍া. সালমা রৌফ বাংলানিউজকে বলেন, ‘আমরা প্রতিদিনই শিশুটিকে দেখছি। আজও আমরা নয় সদস্যের বোর্ডের বিভাগীয় প্রধানরা তাকে দেখেছি। শিশুটির অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। তাকে আগের ওষুধই দেওয়া হচ্ছে। নতুন করে আর কোনো ওষুধ দেওয়া হয়নি’।


ওসিসি’র সমন্বয়কারী ডা. বিলকিস বেগম বাংলানিউজকে বলেন বলেন, নির্যাতিত দিনাজপুরের শিশুটি আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে।

তিনি জানান, ভাটারায় নির্যাতিত ১৪ বছরের শিশুটির ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। সেও মোটামুটি ভালো আছে।

শান্তিনগরে নির্যাতিত সাত বছরের শিশুটিরও ফরেনসিক পরীক্ষা করানো হয়েছে। তার অবস্থা তেমন ভালো নয় বলে জানান ডা. বিলকিস বেগম।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এজেডএস/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।