ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খানসামায় সরকারি কাজে বাধা দেওয়ায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৮, অক্টোবর ২৯, ২০১৬
খানসামায় সরকারি কাজে বাধা দেওয়ায় যুবকের কারাদণ্ড

দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি কাজে বাধা দেওয়ায় মো. জাহাঙ্গীর হোসেন (২৬) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর
রহমান এ আদেশ দেন।

জাহাঙ্গীর উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া বাজার এলাকার আশরাফ আলীর ছেলে।

খানসামা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহে আলম বাংলানিউজকে জানান, ভাবকী ইউনিয়ন ভূমি অফিসের দেওয়াল নির্মাণের কাজে জাহাঙ্গীর মিস্ত্রিদের বাধা দেয়। এসময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।