ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ওবায়দুল কাদেরের প্রথম বৈঠক জেলা সভাপতি-সম্পাদকদের সঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, অক্টোবর ২৪, ২০১৬
ওবায়দুল কাদেরের প্রথম বৈঠক জেলা সভাপতি-সম্পাদকদের সঙ্গে ছবি:দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে প্রথম দিন কাটাতে শুরু করেছেন ওবায়দুল কাদের। তবে দিনের শুরুতে দলীয় নয়, সরকারি কাজেই তাকে যেতে হয়েছে মন্ত্রণালয়ে।

সোমবার (২৪ অক্টোবর) সকালেই সচিবালয়ে গেছেন ওবায়দুল কাদের। মন্ত্রিসভার বৈঠক শেষে যাবেন ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। সেখানে সাংগঠনিক জেলাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে বসবেন নতুন এই সাধারণ সম্পাদক।

মন্ত্রিত্ব সামলেও আগে থেকেই দলকে সময় দিয়ে আসছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিদায়ী কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। সকাল, বিকাল ও রাতে দলের ধানমণ্ডি কার্যালয়ে দেখা যেতো তাকে। রোববার (২৩ অক্টোবর) সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরও সেখানেই ছুটে যান।

দলকে কতোটা এগিয়ে নেবেন, কতোটা সময় দেবেন- নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে প্রথম অনুভূতি জানাতে গিয়ে এমনটা জানাবেন ওবায়দুল কাদের। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক সেরে মুখোমুখি হবেন গণমাধ্যমের। ধানমণ্ডি কার্যালয় সংলগ্ন প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এ সময় তিনি কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।