ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন এবং নিরাপত্তা ব্যবস্থাপনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে শাহবাগ মোড়ের জাদুঘরের গেটের পর সাধারণ মানুষের অবস্থানে নিষেধাজ্ঞার নির্দেশ দেন তিনি। তবে সাংবাদিকদের জন্য ওই এলাকায় প্রবেশ ও অবস্থান উন্মুক্ত রাখা হয়েছে।
এর আগে সকাল ৮টায় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
এসবিডব্লিউ/আরআইএস