ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যুদ্ধাপরাধ আইন বিষয়ে শ্রেষ্ঠ ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, অক্টোবর ২৪, ২০১৬
যুদ্ধাপরাধ আইন বিষয়ে শ্রেষ্ঠ ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়  

ঢাকা: যুদ্ধাপরাধ বিচারের আইন বিষয়ে ‘হেনরি ডুন্যান্ট মেমোরিয়াল মুটকোর্ট’ প্রতিযোগিতায় ‘শ্রেষ্ঠ গবেষণাকারী দল’ হিসেবে পুরষ্কৃত হয়েছে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘মুটকোর্ট টিম’।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং এশিয়ানসিলের বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে গত ২০-২২ অক্টোবর দু’দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কর্তৃপক্ষ জানায়, প্রতিযোগিতায় বাংলাদেশের মোট ২৩টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  

ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুটকোর্ট টিমের প্রতিনিধিত্ব করেন- মোহাম্মদ পিজুয়ার হোসেন, জান্নাতুল শরীয়াত দিশা ও তাইয়াবা তাসমীন।  

টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর তুরিন আফরোজ। প্রতিযোগিতায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুটকোর্ট টিম হচ্ছে একমাত্র প্রতিযোগী দল যারা, প্রতিযোগিতার প্রতিটি পর্যায়ে অপরাজিত থাকে।

প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারকরা।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জেপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।