ঢাকা: রাজধানীর বিসিআইসি কলেজের শিক্ষার্থী দুই বোনকে নির্যাতন করা মূল অভিযুক্ত জীবন করিম বাবুকে আটক করেছে র্যাব।
সোমবার (২৪ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
মিজানুর রহমান জানান, গত ১৯ অক্টোবর একাদশ শ্রেণির দুই জমজ বোনকে পিটিয়ে আহত করে জীবন করিম বাবু। ৠাব-৪ এর একটি টিম রোববার (২৩ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
সকাল সাড়ে ১১টায় ৠাব-৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
পিএম/বিএস