ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মিরপুরে দুই বোন নির্যাতনকারী জীবন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, অক্টোবর ২৪, ২০১৬
মিরপুরে দুই বোন নির্যাতনকারী জীবন আটক

ঢাকা: রাজধানীর বিসিআইসি কলেজের শিক্ষার্থী দুই বোনকে নির্যাতন করা মূল অভিযুক্ত জীবন করিম বাবুকে আটক করেছে র্যাব।

সোমবার (২৪ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, গত ১৯ অক্টোবর একাদশ শ্রেণির দুই জমজ বোনকে পিটিয়ে আহত করে জীবন করিম বাবু। ৠাব-৪ এর একটি টিম রোববার (২৩ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

সকাল সাড়ে ১১টায় ৠাব-৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
পিএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।